নারায়ণগঞ্জ রিসোর্ট সমূহ
নারায়ণগঞ্জ রিসোর্ট সমূহ
সায়রা গার্ডেন রিসোর্ট নারায়ণগঞ্জ
সায়রা গার্ডেন রিসোর্ট (Shaira Garden Resort) নারায়ণগঞ্জ জেলার
মদনপুর ইউনিয়নের হেদায়েত পাড়া গ্রামে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে।
ঢাকা থেকে নাজিম উদ্দিন ভূইয়া
কলেজের বিপরীত পাশে
অবস্থিত সায়রা গার্ডেন রিসোর্টের দূরত্ব মাত্র
২২ কিলোমিটার।
৩০ বিঘা জমির উপর সায়রা গার্ডেন রিসোর্টটি নির্মিত হলেও
ক্রমশই এর আয়তন বৃদ্ধি করা
হচ্ছে।
কঠোর নিরাপত্তা ব্যবস্থায় পরিচালিত বিলাসবহুল সায়রা গার্ডেন রিসোর্টে আছে রেস্টুরেন্ট, মিনিবার, ফ্রি ওয়াইফাই, জিমনেশিয়াম, সুইমিংপুল, বার-বি-কিউয়ের আয়োজন, ফিশিংয়ের ব্যবস্থা, সার্বক্ষণিক বিদ্যুৎ, কার পার্কিং সহ সকল আধুনিক সুযোগ সুবিধা।
এছাড়াও প্রায় ২৫০ অতিথি ধারণক্ষমতার একটি কনফারেন্স হল রয়েছে।
রুম ভাড়া ও প্রবেশ ফি
সায়রা গার্ডেন রিসোর্টের ৭ ক্যাটাগরির রুমের যেকোন একটিতে থাকতে
হলে আপনাকে প্রতি
রাতের খরচ করতে হবে ৪,৫০০ টাকা থেকে ১১,০০০ টাকা পর্যন্ত।
প্রতিটি রুম এয়ার কন্ডিশন্ড, টিভি, ঠান্ডা
ও গরম পানির ব্যবস্থা আছে।
আছে সকাল, দুপুর ও রাতের খাবার সহ বিভিন্ন প্যাকেজ।
সায়রা গার্ডেন রিসোর্টে আছে
সারাদিনের ডে লং প্যাকেজ। বিভিন্ন শর্ত, সুযোগ সুবিধা ও সেবার
মান অনুযায়ী ডে
লং প্যাকেজের মূল্য
৮৫০ থেকে ১২০০ টাকা।
সায়রা রিসোর্টে প্রায় সময়ই নানা ধরণের প্যাকেজ থাকে
এবং সময়ভেদে ভাড়া
ও বিভিন্ন প্যাকেজ রেট পরিবর্তন হয়।
তাই সবচেয়ে
ভাল বুকিং করার আগে রিসোর্ট বুকিং
ম্যানেজারের সাথে কথা বলে বর্তমান প্যাকেজ সম্পর্কে জেনে
নেওয়া।
কিভাবে যাবেন
ঢাকা হতে
মদনপুর বাসস্ট্যান্ড এসে
সেখান থেকে রিক্সা বা
অটো ভাড়া করে মদনপুর হেদায়েতপাড়া গ্রামে নাজিম
উদ্দিন ভূইয়া কলেজের বিপরীত
পাশে অবস্থিত সায়রা
গার্ডেন রিসোর্টে আসতে
পারবেন।
আশেপাশের দর্শনীয় স্থান
এই রিসোর্ট এর
কাছেই আছে বেশ কিছু দর্শনীয় স্থান, তার
মধ্যে ঐতিহাসিক সোনারগাঁও এর পানাম সিটি, সোনারগাঁও জাদুঘর
ও বাংলার তাজমহল
উল্লেখযোগ্য।
যোগাযোগ
বুকিং: 01746-080856, 01908-809889, 01908-809890, 01908-809891
ওয়েবসাইট: shairagardenresorts.com
ফেসবুক: fb.com/ShairaGardenResorts
সোনারগাঁ রয়েল রিসোর্ট নারায়ণগঞ্জ
সোনারগাঁ
রয়েল রিসোর্ট, নারায়ণগঞ্জ সোনারগাঁ রয়েল রিসোর্ট সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর ও পানাম নগরের কাছেই অবস্থিত। আয়তনে তেমন বড় না হলেও রিসোর্টটি বেশ গোছানো।
রিসোর্ট প্রাঙ্গনে একটি ছোট সুইমিং পুল আছে। রিসোর্টের ছাদ থেকে বিশাল দীঘি ও সবুজ প্রান্তর দেখা যায়।
রিসোর্টের আবাসিক ভবনগুলোর নির্মাণশৈলী আলাদাভাবে নজর কাড়ে। যারা দূর থেকে সোনারগাঁ জাদুঘর, পানাম নগর ও অন্যান্য দর্শনীয় স্থান দেখতে আসেন এখানে তাদের রাত্রিবাসের জন্য একমাত্র ভালো জায়গা সোনারগাঁ রয়েল রিসোর্ট।
কি কি পাবেন
এই রিসোর্টে পাঁচ ধরণের রুম ও সুইটের পাশাপাশি রয়েছে বিলিয়ার্ড ও অন্যান্য ইনডোর গেমের ব্যবস্থা। এছাড়া আছে রেস্টুরেন্ট ও বারবিকিউ করার ব্যবস্থাও।
রিসোর্ট থেকে আপনি পায়ে হেঁটেই ঘুরে আসতে পারবেন সোনারগাঁ জাদুঘর, পানাম নগর, গিয়াস উদ্দিন আজম শাহের মাজার ও মেঘনা নদী।
এখানকার দুটি কনভেনশন হলে আয়োজন করা যাবে কর্পোরেট ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠান।
কেমন খরচ
ডিলাক্স থেকে সেমি সুইট পর্যন্ত বিভিন্ন মানের রুমের ভাড়া ৮,০৫০-১৩,৮০০ টাকা পর্যন্ত। প্রতিটি রুমে থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তবে অন্যান্য খাবারের বিল আলাদা দিতে হবে।
কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে প্রতিদিন সোনারগাঁর উদ্দেশ্যে অসংখ্য বাস ছেড়ে যায়। বাসযোগে মোগড়াপাড়া বাসস্ট্যান্ড নেমে যাবেন। সেখান থেকে সিএনজি অটোরিকশা বা রিকশাযোগে সরাসরি যেতে পারবেন সোনারগাঁ রয়েল রিসোর্ট।
ফোনঃ ০১৭০৯৩৭১৬৮০, ০১৭০৯৩৭১৬৮১ ওয়েবসাইটঃ http://sonargaonroyalresort.com/
LA
RIVERIA RESORT & PARK | লা
রিভেরিয়া রিসোর্ট
লা রিভেরিয়া রিসোর্ট ঢাকা থেকে স্বল্প দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার খুব সুন্দর একটি রিসোর্ট।
শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত এই রিসোর্টে খুব সহজেই পূর্বাচলের ৩০০ ফিট রোড ধরে চলে যাওয়া যায়। ঢাকা থেকে এই রিসোর্টে যেতে সময় লাগবে ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা।
ডে ট্রিপ থেকে শুরু করে শুধু নাইট স্টে অথবা ২৪ ঘণ্টার প্যাকেজ সবই আছে এই লা রিভেরিয়া রিসোর্টে।
শীতলক্ষ্যা নদীর কোল ঘেষেই প্রায় সবগুলো কটেজ, যেগুলো রিভার ভিউ কটেজ নামে পরিচিত।
ঢাকার কাছের রিসোর্টগুলোর মধ্যে এই রিসোর্টই অনেকগুলো প্যাকেজ অফার করে থাকে।
আপনি ঢাকা থেকে ৩০০ ফিট রোড ধরে পূর্বাচল হয়ে চলে আসতে পারবেন এই রিসোর্টে।
নদীর ঐপাড় হওয়ায় কাঞ্চন ব্রীজ ক্রস করে হাতের বামদিক দিয়ে সোজা গাড়ি নিয়ে চলে যেতে পারবেন রিসোর্টে। আর বাসে করে আসলে কাঞ্চন ব্রীজের এপাশে নেমে প্রথমে অটো কিংবা রিকশা নিয়ে রিসোর্ট বরাবর ঘাটে চলে আসবেন।
রিকশা কিংবা অটোকে বললেই হবে যে রিসোর্ট ঘাটে যাবেন। সেখান থেকে ১০ টাকা দিয়ে নদী পার হলেই ওপারে লা রিভেরিয়া রিসোর্ট। এভাবে গেলে শীতলক্ষ্যা নদীরও একটা আলাদা সৌন্দর্য নৌকা থেকে উপভোগ করতে পারবেন।
ঢাকার কাছে আরও অনেক রিসোর্টই আছে, স্পেশালি পূর্বাচলের ঐদিক টায়ই ছুটি রিসোর্ট, সপ্তর্ষি রিভারসাইড রিসোর্ট, শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট, পূর্বাচল শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট ইত্যাদি।
এদের মধ্যে এই রিসোর্টটিতেই হচ্ছে একদম নদীর কোল ঘেষে যেখানে আপনি শুধু এন্ট্রি ফি দিয়ে ঢুকে রিসোর্টটি ঘুরে আসতে পারবেন।
3550 to 5750
Comments
Post a Comment