পুরান ঢাকার সাকরাইন উৎসব
পুরান ঢাকার সাকরাইন বাংলাদেশের প্রাচীন উৎসব গুলোর একটি। সাকরাইন উৎসব মূলত পৌষসংক্রান্তি ; ঘুড়ি উৎসব নামেও পরিচিত। বর্তমানে পুরান ঢাকায় সাকরাইন উৎসব (Shakrain Festival) সার্বজনীন ঢাকার উৎসবের রূপ নিয়েছে। সারাদিন ঘুড়ি উড়ানো , বাড়ি ঘর ছাদে জমকালো আলোকসজ্জা , আগুন নিয় খেলা , সন্ধ্যায় বর্ণিল আতশবাজি ও ফানুশে ছেয়ে যায় পুরান ঢাকার আকাশ। Youtube Video : Click সাকরাইন কবে হয় ? ঐতিহ্যবাহী ‘ সাকরাইন ’ উৎসবে পৌষসংক্রান্তি ও মাঘ মাসের শুরুর প্রথম প্রহরে উদযাপিত হয়। সেই হিসেবে প্রতি বছর ১৪ জানুয়ারি নানা আয়োজনে পালন হয়। প্রতিবারের মত এইবছর ২০২২ সালের ১৪ জানুয়ারী শুক্রবার ( ৩০ পৌষ ) পুরান ঢাকায় সাকরাইন অনুষ্ঠিত হবে। সাকরাইন উৎসবের ইতিহাস সাকরাইন শব্দটি সংস্কৃত শব্দ সংক্রাণ থেকে এসেছে। যার আভিধানিক অর্থ হলো বিশেষ মুহূর্ত। অর্থাৎ বিশেষ মুহূর্তকে সামনে রেখে যে উৎসব পালিত হয় তাকেই বলা হয় সাকরাইন। এই সংক্রান্তিকে কেন্দ্র করে দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব এশিয়ায় অনেক ...